স্বাগতম সবাইকে।
আজকে আপনাদের সাথে মূলত উদ্ভাস এর ১১ নভেম্বর থেকে শুরু হওয়া লেটেস্ট ব্যাচ এর সকল ক্লাস এর লিঙ্ক দেবো।
আমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো অর্থনৈতিক বা নেটওয়ার্ক জনিত কারণে উদ্ভাস এর অনলাইনে যে কুচিং পরিচালনা হচ্ছে তার সাথে যুক্ত হয়নি। তাদের জন্য পুরাতন ক্লাস গুলি ইউটিউবে থাকলেও নতুন ব্যাচ এর ক্লাস গুলি নেই। আসলে প্রথম দিকের ক্লাসগুলোতে অনেক বেশি সময় নিয়ে একটা টপিক পরানু হয়েছে যা অপ্রয়োজনীয়।আবার প্রথম দিকের ক্লাস গুলাতে ভাইরা ট্রেকপেডে লিখে অভ্যস্থ না হওয়ার কারনে অনেক স্লো ভাবে লিখেছে। তাই নতুন এবং বর্তমানে চলমান ক্লাসগুলো অনেক দিক থেকেই ভালো।
বিষয় ভিত্তিক Playlist:
Math:Math – YouTube
Pysics:Physics – YouTube
Chemistry:Chemistry – YouTube
Biology:Biology – YouTube
English:English – YouTube
Solve Clsses:Sol;ve Classes – YouTube
সপ্তাহ ভিত্তিক Playlist:
Week-1:Week 1 – YouTube
Week-2:Week 2 – YouTube
Week-3:Week 3 – YouTube
Week4:Week 4 – YouTube
Week5:Week 5 – YouTube
.
.
.
Still running Batch…….
পুরাতন ব্যাচ এর সকল ক্লাসের লিঙ্কঃUdvash Online Class – YouTube
আসলে আমিও কোনো কোচিং সেন্টারে ভর্তি হয় নি। প্রথম থেকেই ইউটিউবে দাওয়া ক্লাস গুলাই দেখে এসেছি। কিন্তু ওই ক্লাস গুলা তত ভালো লাগে নি বলে কন্টিনিউ করি নি। কয়েকদিন আগে এই চ্যানেল গিয়ে দেখি নতুন ব্যাচ এর ক্লাস গুলা দিচ্ছে। তাই বর্তমানে রেগুলার দেখছি।
এই চেনেলে মূলত প্রত্যেকটা বিষয় ভিত্তিক আলাদা আলাদা এবং প্রতি সপ্তাহ ও টপিক ভিত্তিক আলাদা playlist করা আছে। তাই আমার অনেক ভালো লাগে খুঁজে পেতে। যদিও ওই ব্যাচে ৪ র্থ সপ্তাহ পর্যন্তই ক্লাস আছে, কারণ এইটা রানিং ব্যাচ।২/৩ দিন পর পরই ভিডিও আপলোড দেয়,তাই চিন্তা নেই।
আপনাদের কাজে না লাগলেও আপনাদের আশেপাশের কোনো অসচ্ছল বা অনবগত মানুষের হয়তো পোস্টটি কাজে লাগবে। তাই পোস্টটি যত খুশি শেয়ার করার অনুরোধ রইলো।
ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এবং অবশ্যই মাস্ক ছাড়া বাইরে যাবেন না।
ধন্যবাদ
ReplyForward
|
The post [For Admission Seekers] উদ্ভাস এর Engineering+Biology কোর্স এর সকল নতুন ভার্শনের ক্লাস। appeared first on Trickbd.com.
About Author
0 Response to "[For Admission Seekers] উদ্ভাস এর Engineering+Biology কোর্স এর সকল নতুন ভার্শনের ক্লাস।"
Post a Comment